9.12.13

লালমাথা কুচকুচি

 এই পাখির ইংরেজি নাম Red-headed Trogon এবং বৈজ্ঞানিক বা দ্বিপদী নাম (Harpactes erythrocephalus) যা Trogonidae, Family বা পরিবারের সদস্য। 'Trogon' একটি গ্রিক শব্দ যার বাংলা হল ঠোকরানো। অর্থাৎ এই পাখি গাছে ঠোকরিয়ে গর্ত করে সেখানে তাদের বাসা বানায় অনেকটা কাঠঠোকরার মতো।