19.3.13

কালা মথুরা

কালা মথুরা বা কালা ময়ূরকে প্রথম দেখে অনেকে মুরগি বলে ভুল করলেও মথুরা কিন্তু মুরগি নয়। ছেলে ও মেয়ে মথুরার চেহারা ও আকারে অনেক পার্থক্য। পুরুষ মথুরার পিঠ উজ্জ্বল কালো নীল মেশানো সুন্দর পালকে আবৃতি থাকে পিছনের পালকগুলি সাদা নকশা করা। লেজের পালকগুলি লম্বা ও কালো। মাথায় সুন্দর ঝুটি আছে এবং লতিকা লাল টকটকে। মেয়ে পাখির দেহ অনুজ্জল বাদামি।

এর ইংরেজি নাম Kalij Pheasant, দ্বিপদী নাম Lophura leucomelanos এরাও Phasianidae গোত্রের পাখি তাই মাটিতেই এরা বিচরণ করে এবং চরে বেড়ায়। মার্চ-অক্টোবর মাসে এরা প্রজনন করে। মেয়ে পাখি ডিম পাড়ে এবং তা দিয়ে বাচ্চা ফুটায়। মথুরা খুব সকালে এবং সন্ধায় সক্রিয় থাকে তাই সচারচর চোখে পড়ে না। 

বাংলাদেশের চট্টগ্রাম ও সিলেটের চিরসবুজ বনে এদের বেশী দেখা যায়। বাংলাদেশ ছাড়া হিমালয় দক্ষিণ অঞ্চলের দেশ যেমন ভারত, নেপাল, ভুটান, মায়ানমার ও থাইল্যান্ডে এর বিস্তৃতি রয়েছে। 
সারা পৃথিবীতে কালা মথুরা বিপন্ন না হলেও বাংলাদেশে এদের অবস্থা তেমন ভাল নাই। এরা ইতোমধ্যে বিপন্ন তালিকায় চলে গেছে যদিও বাংলাদেশের বন্যপ্রানী আইনে এটি সংরক্ষিত।  

এরা ঝাড়বো কুরো বা পাকরা ময়ূর নামেও পরিচিত।
মাইন রানা

0 comments:

Post a Comment