11.3.13
বটেরা
বাংলাদেশে তিন প্রকার বটেরা পাখি যাওয়ার তথ্য আছে।
১) রাজ বটেরা বা King Quail (Coturnix chinensis)
২) বৃষ্টি বটেরা বা Rain Quail (Coturnix coromandelica)
৩) পাতি বটেরা বা Common Quail (Coturnix coturnix)
এরা খুব ছোট পাখি এবং মাটিতেই থাকে। এদের পিঠ বাদামি ছিটা দাগ বা নক্সা করা থাকে। এরা সাধারণত ভেজা তৃণভূমি, শস্যখেত, রাস্তার পাশের ঝোপে-ঝাড়ে বিচরণ করে। এরা পারিবারিক বা দলে চলাফেরা করে। এরা মাটিতেই ডিম পারে এবং ডিমের রঙ জলপাই হলুদ হয়ে থাকে।
১) রাজ বটেরা বা King Quail (Coturnix chinensis)
২) বৃষ্টি বটেরা বা Rain Quail (Coturnix coromandelica)
৩) পাতি বটেরা বা Common Quail (Coturnix coturnix)
এরা খুব ছোট পাখি এবং মাটিতেই থাকে। এদের পিঠ বাদামি ছিটা দাগ বা নক্সা করা থাকে। এরা সাধারণত ভেজা তৃণভূমি, শস্যখেত, রাস্তার পাশের ঝোপে-ঝাড়ে বিচরণ করে। এরা পারিবারিক বা দলে চলাফেরা করে। এরা মাটিতেই ডিম পারে এবং ডিমের রঙ জলপাই হলুদ হয়ে থাকে।
ছবিঃ রাজ বটেরা |
এই তিন প্রকার বটেরা সারা বিশ্বে
বিপদমুক্ত হলেই রাজ বটেরা ও বৃষ্টি বটেরার তথ্য বাংলাদেশ খুব কম বা তেমন
নাই। তবে পাতি বটেরা বিপদমুক্ত বলে বিবেচিত। এই পাখিটি আমাদের দেশে
গৃহপালিত বা খামারে অনেক বেশী পালন করা হয়ে থাকে।
0 comments:
Post a Comment