4.7.12
সাদা মথুরা
সিলভার ফিজ্যান্ট এক ধরনের রঙ্গীন পক্ষী। দক্ষিণ চীন ও মায়ানমারের পশ্চিমাংশে পাওয়া যায়। পুরুষ পাখির লেজ লম্বা ও মাতায় লম্বা ক্রেষ্ট আছে। পাখার উপরের অংশ সাদা পালক দ্বারা আবৃত। পাখির ঠোঁট হলুদ, পায়ের রং লাল। স্ত্রী পাখীর পালকের রং বাদামী।
প্রকৃতিতে এরা কচি ঘাস, পাতা ও ছোট কীট পতঙ্গ খায়। চিড়িয়াখানায় এদেরকে ডিম, পেঁপে, পোল্ট্রিফিড ও চিনা বাদাম সরবরাহ করা হয়।
এদের প্রজনন সময় মার্চের মাঝামাঝি। স্ত্রী পাখি ৬-৮ টি ডিম দেয়। ডিম থেকে বাচ্চা ফুটতে ২৫-২৬ দিন সময় লাগে।
0 comments:
Post a Comment