25.5.12

ছোট বসন্তবাউরি

ছোট বসন্তবাউরি , কপারস্মিথ বারবেট (Megalaima haemacephala) বাংলাদেশের একটি অপূর্ব সুন্দর পাখি এবং এর বুদ্ধিমত্তাও চোখে পড়ার মত।
কপারস্মিথ বারবেট ওল্ডওয়ার্ল্ড বারবেটদের ফ্যামিলি Megalaimdae অন্তর্গত।

এই ছোট পাখিটি গাছের খোড়লে বাসা করে থাকে । কিন্তু কখনই নিজেরা গাছে গর্ত করে না। প্রাকৃতিকভাবে তৈরি হওয়া খোড়ল কিংবা অন্য পাখির ব্যবহৃত গর্তে এরা বাসা বানায় । তবে একাধিক প্রবেশপথ যুক্ত বাসা এরা নির্বাচন করে থাকে।
বসন্তবাউরি একটি ফলভুক পাখি। এরা সাধারনত একাকী কিংবা জোড়ায় বসবাস করে থাকে ।
মাঝে মাঝে এদের ছোট ঝাঁকেও দেখা যায়।

ছোট বসন্তবাউরি ছোট হলেও স্বজাতিদের মত এরও ডাক খুব উচ্চগ্রামের। অনেকটা এভাবে টুক......টুক.........টুক..................। চলতে থাকে।

আরন্যক আকাশ

0 comments:

Post a Comment