11.4.12

তিতির পাখী

তিতির পাখি। ছোট্ট এই পাখিটা মূলত মাটিতেই বাস করে, মাটি থেকে পোকা-মাকড় ধরে ধরে খায়। ওরা কোন দেশে বাস করে সেই কথা জিজ্ঞেস করছো? ওরা আদতে বাস করে রাশিয়া আর কাজাখাস্তানে। আর শীতে বেরিয়ে যায় গরম জায়গার খোঁজে। তারপর রাশিয়ার কাছেপিঠে যতো গরম দেশ আছে, সব দেশেই যায় কোনো না কোনো হট্টি-টি পাখি। বাংলাদেশে তো আসেই, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, আর্মেনিয়া, ইরান, ইরাক, সৌদি আরব, সিরিয়া, সুদান, তুরস্ক, ইসরায়েল, ওমান এমনকি ইরিত্রিয়ায়ও যায়! দেখলে তো, এই হট্টি-টি পাখিরা কতো দেশ ঘোরে!

0 comments:

Post a Comment