25.12.10

কানাকোকা

কানাকোকা পাখিটি দেখতে অনেকটা কাকের মত। তবে আকার কাকের থেকে বড়। কানাকোকার চোখের মণি ও ডানা দুটি বাদামি। শরীরের বাকি অংশ কুচকুচে কালো।

বনে জঙ্গলে ঘুরে বেড়াতে দেখা যায়। সাপ, বেজি ও গুইসাপ দেখলে লেজে ঠোকর দিয়ে পালিয়ে যায়। পিছু নেয়। কিছুদূর গিয়ে আবার ঠোকর দেয়। এভাবে প্রাণীগুলোকে বিরক্তকরে মজা পায়। এই স্বভাবের কারণে কানাকোকাকে রসিক পাখি নামে ডাকে অনেকে। তবে অন্য পাখির বাসায় হানা দিয়ে বাচ্চা ও ডিম খাওয়ার অভ্যাস থাকায় কেউ কেউ কানাকোকাকে 'ডাকাত' পাখি নামেও ডাকে। সাপ-ব্যাঙ ও কীটপতঙ্গের সংখ্যা বেড়ে গেলে তা খেয়ে পরিবেশের ভারসাম্য ঠিক করে বলে একে 'পরিবেশবান্ধব পাখি'ও বলা হয়।

ইংরেজি নামঃ Crow-Pheasant
বৈজ্ঞানিক নামঃ Centropus sinensis


লিখেছেনঃ আমিরুল সাইফি

0 comments:

Post a Comment