25.12.10
কানাকোকা
কানাকোকা পাখিটি দেখতে অনেকটা কাকের মত। তবে আকার কাকের থেকে বড়। কানাকোকার চোখের মণি ও ডানা দুটি বাদামি। শরীরের বাকি অংশ কুচকুচে কালো।
ইংরেজি নামঃ Crow-Pheasant
বৈজ্ঞানিক নামঃ Centropus sinensis
লিখেছেনঃ আমিরুল সাইফি
All Birds Information in Bangla. ♥♥ বাংলাতে প্রায় সব পাখির তথ্য
কানাকোকা পাখিটি দেখতে অনেকটা কাকের মত। তবে আকার কাকের থেকে বড়। কানাকোকার চোখের মণি ও ডানা দুটি বাদামি। শরীরের বাকি অংশ কুচকুচে কালো।
©2011পাখি কুঞ্জনী | by TNB, Blogger Blog Templates
0 comments:
Post a Comment