25.10.10

চিকাডি

চিকাডি এক ধরণের গায়ক পাখি। কানাডায় এদের দেখা যায়।

সাধারণত গ্রীষ্মে বিভিন্ন ধরনের ফলের বীজ ও পোকামাকড় নানা জায়গায় লুকিয়ে রাখে এসব পাখি। পরে শরতে নতুন কোষগুলো যখন জন্মে, তখন এরা এসব লুকিয়ে রাখা খাবার খুঁজে নেয়। তারপর নতুন কোষগুলো পুরনো হয়ে মরে যায়। তখন খাবার লুকিয়ে রাখার স্মৃতিও ভুলে যায় 'চিকাডিরা'।

0 comments:

Post a Comment