30.8.10

জাটিংগার

জাটিংগার পাখিদের নিয়ে রহস্যের শেষ নেই। জাটিংগা ভারতের উত্তর কাছাড়ের একটি গ্রাম। গ্রামের নামে নাম পাখিগুলোর। রাতের আঁধারে নিচে আলো দেখলে পাখা আর পা ছেড়ে দিয়ে ধপ করে সোজা মাটিতে পড়ে যায়। এটাকে কেউ বলে আত্মহত্যা, কেউ বলে ভুতুড়ে ব্যাপার। কেননা জাটিংগার পাশেই হাফলং। সেখানে এই পাখি কখনো যায় না অথচ জাটিংগা আর হাফলংয়ের আকাশের দূরত্ব মাত্র ৩ কিলোমিটার। জাটিংগার লোকজনের বেশ সুবিধা তাদের মাংসের প্রয়োজন হলে রাতে আলো জ্বেলে বসে। আর পাখিগুলো ধড় ধড় করে মাটিতে পড়ে। যদি দেখা যায় বাড়ির বারান্দায় আলো জ্বলছে ব্যস ধড় ধড় করে পাখিগুলো পড়তে থাকবে সেখানে। তখন কেউ চাইলে তার ব্যাগের ভেতর পাখিগুলো ভরতে পারে। পড়ার সঙ্গে সঙ্গে যে সব পাখি মারা যায় তা নয়, অনেক পাখি বেঁচে থাকে। তবে বেঁচে থাকলেও ওরা মরার মতো পড়ে থাকে এবং সহজেই ধরা দেয়। মজার কথা হলো_ এরা পোষ মানে না এবং বাড়ির পরিবেশে বাঁচে না। এদের চোখে সবসময় একটা বুনো ভাব ও দুঃখের ছায়া দেখা যায়। পাখিরা কোনো মানসিক রোগে ভোগে না। তাহলে কেন এই আচরণ। সম্প্রতি পাখি গবেষকরা বলেছেন, জাটিংগার ভূচুম্বকত্ব অত্যন্ত বেশি। এই অত্যধিক ভূচুম্বুকত্ব আর আলো একসঙ্গে এদের উপর মারাত্বক কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করার ফলে অবশ হয়ে মাটিতে পড়ে যায়। তবে এসব কথাও প্রমাণিত হয়নি। এখনো জাটিংগার পাখিদের আচরণ রহস্যই রয়ে গেল।

লেখকঃ জাহেদ আহমদ জেহিন, সিলেট

0 comments:

Post a Comment