9.1.10

ভীমরাজ


ফিঙে পাখির আরেকটি প্রজাতি। ময়না পাখির মত আকার। এদের কপালে একটা ঝুঁটি আছে। লেজের শেষভাগ দিয়ে দুটি লম্বা সরু পালক দুদিকে ঝুলে থাকে। এদের গায়ের রঙ ফিঙেদের মত সম্পূর্ণ কালো।

এরাও পতঙ্গভুক পাখি। বাসা বাধার স্বভাবও ফিঙেদের মত। বনে জঙ্গলে এরা একা একা থাকতে পছন্দ করে। এদের গলার আওয়াজ সুরেলা ও মিষ্টি। অন্যান্য পাখির ডাক ও গান এরা সহজে নকল করতে পারদর্শী।
সাধারণত লোকালয়ে এদেরকে কম দেখা যায়। এদের ইংরেজী নাম Racket tailed Drongo (Dicrurus Paradiseus)

0 comments:

Post a Comment