29.1.10
ধুপিনিবক
ধুপিনি বক যার ইংরেজী নাম Grey Heron আর বৈজ্ঞানিক নাম - Ardea cinerea । এরা ধবলবক,খাইরাবক,পিডালিবক, অঞ্জন,সাদাকাক নামেও পরিচিত।
আকারে প্রায় ৯৮সে.মি লম্বা গায়ের পালক ছাই রংয়ের, লম্বা হলুদ পা,আমার চোখের উপর ভ্র'র অংশটা কালো,সেখান থেকেই লম্বা এক জোড়া কালো টিকি বেড়িয়েছে,ডানার ভারী পালকগুলো কালো,লম্বা হলুদ তীক্ষ্ণ ঠোঁট।
একা চরে বেড়াতে পছন্দ করে।গাছের উঁচু ডালে খড়কুঁটো আর ছোট ডালপালা দিয়ে বাসা বাঁধে। শামুক,মাছ,ব্যাঙ তাদের প্রধান খাদ্য। মার্চ থেকে জুলাই এদের প্রজনন সময়। ডিম দেয় ৩ থেকে ৬ টি।
0 comments:
Post a Comment