5.12.09

ঝুটি হাঁস

ঝুটি হাঁস নানা নামে পরিচিত যেমন গোছা হাস, খোপা হাঁস, গুচ্ছ হাঁস ইত্যদি। এর  ইংরেজী নাম Tufted Duck আর বৈজ্ঞানিক নাম Aythya fuligula।

এরা আকারে মাঝারি ধরনের। পূর্ণ বয়স্ক পুরুষ হাঁসটি দেখতে একেবারে কালো তবে ডানা থেকে নিচের অংশের দিকের পালক সাদা।

আর মেয়ে হাঁসগুলো ধূসর রঙের হয়ে থাকে। তবে উভয়েরই চোখ হলুদ আর মনি কালো।

মেয়ে হাঁসগুলোর চেয়ে ছেলে হাসগুলো মাথার ঝুটি ভালো ভাবে দৃশ্যত।
এরা প্রধাণত northern Eurasiaতে থাক। এছাড়াও United States, Canada, United Kingdom ও southern Asiaতেও দেখা যায়।
এরা খাল, বিল থেকে ছোট ছোট জলজ উদ্ভিদ, পোকা-মাকর(molluscs)খেয়ে থাকে। এরা অনেক সময় রাতেও খাবারের সন্ধান করে বেড়ায়।

0 comments:

Post a Comment