16.12.09

চিল

চিল এক ধরণের শিকারী পাখী । এদের পাখাদুটো বেশ দীর্ঘ এবং পা দুটো দূর্বল হয়ে থাকে। এদের দৃষ্টি খুব প্রখর। এরা যখন শিকার খোঁজে তখন আকাশে ডানা স্থির রেখে চক্রাকারে ঘুরপাক দেয় ।

চিল সাধারণত মৃত প্রাণীদেহ খেয়ে থাকে, তবে অনেক সময়ে এরা ক্ষুদ্র প্রাণীও শিকার করে থাকে।
চিলের ইংরেজি নাম Black Kite, বৈজ্ঞানিক নাম Milvus migrans ।
আরো কয়েক ধরনের চিল দেখা যায়।
ধুসর-মস্তক চিল, Leptodon cayanensis

সাদা গলার চিল, Leptodon forbesi
বাঁকা ঠোঁটের চিল, Chondrohierax uncinatus

0 comments:

Post a Comment