16.12.09
চিল
চিল এক ধরণের শিকারী পাখী । এদের পাখাদুটো বেশ দীর্ঘ এবং পা দুটো দূর্বল হয়ে থাকে। এদের দৃষ্টি খুব প্রখর। এরা যখন শিকার খোঁজে তখন আকাশে ডানা স্থির রেখে চক্রাকারে ঘুরপাক দেয় ।চিল সাধারণত মৃত প্রাণীদেহ খেয়ে থাকে, তবে অনেক সময়ে এরা ক্ষুদ্র প্রাণীও শিকার করে থাকে।
চিলের ইংরেজি নাম Black Kite, বৈজ্ঞানিক নাম Milvus migrans ।
আরো কয়েক ধরনের চিল দেখা যায়।
•ধুসর-মস্তক চিল, Leptodon cayanensis
•সাদা গলার চিল, Leptodon forbesi
•বাঁকা ঠোঁটের চিল, Chondrohierax uncinatus
0 comments:
Post a Comment