11.4.12

ভাত শালিক

বাংলাদেশের সবচেয়ে বড় শালিক। এটি এখানে খুব দেখা যায়।এর ইংরেজী নাম Indian Myna আর দ্বিপদ নাম Acridotheres tristis
 
এরা সাধারণত ডাল, ভাত, গম, যব ও নানা রকমের পোকামাকর খায়। তবে যে সে পোকা মাকর নয় সবুজ রঙের ফড়িং জাতীয় পোকাই বেশী পছন্দ।

এরা সাড়া দিন মাঠ জঙ্গল পেড়িয়ে রাতে এসে একটি নিদির্ষ্ট গাছে রাত কাটায়। বৈশাখ আষাঢ় মাসে বাসা তৈরী করে তবে একে বারে জঙ্গলে নয়.......লোকালয়ের মধ্যে কোন গাছে বা বাড়ীর চিলেকোঠায় । খড়কুটো, সাপের খোলস, নেকড়া কোনা যা পায় তা দিয়েই বাসা তৈরী করে যাতে শীল্পের ছোয়া দখো যায় না আর তাতে নীল রঙের চারটি ডিম পারে।

0 comments:

Post a Comment