কাঠ শালিক হলো বাংলাদেশের সবচেয়ে ছোট শালিক। এরা ইংরেজীতে Chestnut-tailed Starling বা Grey-headed Myna নামে পরিচিত।আর বৈজ্ঞানিক নাম Sturnia malabarica। আকারে প্রায় ২১ সে.মি লম্বা। মাথা,পিঠ,লেজ ধূসর রুপালী রংয়ের,গলার নিচ থেকে বুক ও লেজের গোড়া পর্যন্ত হালকা খয়েরি রংয়ের।চোখে ধূসর বৃত্তের মাঝখানে কালো ফোঁটা। ঠোঁটের গোড়ার অংশটি সুরমা ও আগার অংশ হলুদ বর্ণের। এরা দলবদ্ধ ভাবে থাকে, একটু লাজুক স্বভাবের তাই মানুষের কাছাকাছি কম ঘেসে।
0 comments:
Post a Comment