22.3.12

বড় চটক

বড় চটক বা প্যারাডাইস ফ্লাইক্যাচার পাখিটির ইংরেজী নামের হুবুহু বাংলা করলে দাঁড়ায় ’মাছিধরা স্বর্গের পাখি’(Paradise Flycatcher)। বৈজ্ঞানিক নাম Terpshiphone paradisi
বিশেষ করে এই প্রজাতির যে পাখিটি আমাকে পাখি রাজ্যের সর্বপ্রকারের মধ্যে সর্বাপেক্ষা বেশী মুগ্ধ করে সেই টির প্রকৃত নাম Asian Paradise Flycatcher।
নামের আগায় এশিয়ান দেখেই বোঝা যাচ্ছে এইটিকে এশিয়ার আনাচে কানাচে বেশী উড়তে এবং গাছের মগডালে বসতে দেখা যায়।
মূলত এশিয়ার ভারত. শ্রীলংকা, বাংলাদেশ, বার্মা, ইন্দোচীন, মঙ্গোলীয়া, আফগানিস্তান, তুর্কেমিনিস্তান এইসব দেশের ছায়াঘন এবং পানিময় বনাঞ্চলে, ঘন বাগানে এই স্বর্গীয় পাখিটির দেখা পাওয়া যায়।

সাদা রঙের পুরুষ প্যারাডাইস ফ্লাইক্যাচার
সাদা রঙের স্ত্রী প্যারাডাইস ফ্লাইক্যাচার

মাথায় অপূর্ব কালো ক্রেস্ট উঁচিয়ে থাকা পাখিটি এমনেতেই অসাধারণ সুন্দর , সাথে আবার দীঘল লেজের মাঝে যে রূপ ঠিকরে বেরোচ্ছে তাতে আপ্লুত হবে না কোন মানব মানবী ? লেজ সহ পূর্ণ বয়স্ক ফ্লাইক্যাচার এর দৈর্ঘ্য +-২০ সেমি এর মত হয়। কিন্তু পুরুষ প্রজাতির সেই অপূরূপ লেজখানার দৈর্ঘ্য কখনও তার সেই নিজের দৈর্ঘ্যরে থেকেও দ্বিগুন হয়ে থাকে। লেজের শেষপ্রান্ত আবার হয় খন্ডিত। যেনো নদীর মতো রূপের দুধারা বয়ে গেলো। নারী প্রজাতির একটু এই লেজে সৌন্দর্য কম মানে একটু দৈর্ঘ্য কম হয়ে থাকে।
যাহোক স্বর্গীয় সৌন্দর্যের মূল চাবিকাঠি তো মনে হয় এই লেজেই। ছবিতে ভালো করে তাকিয়ে দেখুন , মুগ্ধ না হয়ে কি পারা যায়।


হিমালয় পাদদেশীয় অঞ্চলে পাখিটির বেশ কয়েকটি জাত দেখতে পাওয়া গেলেও মূলত সেগুলো ‘সাদা’ বা ‘রুফোস’ এই দুই ধরনের রঙের মধ্যেই সীমাবদ্ধ। ছবিতে আমরা দুটোই দেখতে পাচ্ছি।
রুফোস রঙের পুরুষ প্যারাডাইস ফ্লাইক্যাচার

রুফোস রঙের স্ত্রী প্যারাডাইস ফ্লাইক্যাচার

এবার নিচের অন্য প্রজাতির আরেকটি প্যারাডাইস ফ্লাইক্যাচারের ছবি দেখুন--
এটি কালো রঙের । এটার নাম Seychelles paradise-flycatcher (Terpsiphone corvina)।

পাখিটির Scientific classification
Kingdom: Animalia
Phylum: Chordata
Class: Aves
Order: Passeriformes
Family: Monarchidae
Genus: Terpsiphone
Species: T. paradisi

লেখকঃ মামুন ম. আজিজ

0 comments:

Post a Comment