28.6.10

সেকার বাজ

আরবি ‘sakr’ শব্দের অর্থ বাজপাখি। সেকার বাজপাখির (Saker Falcon) নামটি এসেছে সেখান থেকেই। সকার বড় প্রজাতির বাজপাখি; ৪৭ থেকে ৫৫ সেন্টিমিটার লম্বা শরীর, ২ ডানার বিস্তার ১শ ৫ থেকে ১শ ২৯ সেন্টিমিটার। কণ্ঠ থেকে লেজ পর্যন্ত সাদা পালক, তা ধূসর ছোঁপ, বাকি অংশ ধূসর-কালো রঙের। চোখ ও চক্ষুর চারদিকে হলুদ বৃত্ত। এরা দীর্ঘ ও তীক্ষ্ণ ভাবে ‘কি-উই...কি-উই’ ডাকে। এশিয়া ছাড়াও মধ্যপ্রাচ্যের কিছু দেশে এই বাজপাখি দেখা যায়। সেকার বাজপাখির বৈজ্ঞানিক নাম Falco cherrug।

0 comments:

Post a Comment