19.4.10

পিউকাহা

পিউকাহা চোখগেলো নামেও পরিচিত। এরা আকারে ৩৫সেমি লম্বা। পিঠ,পাখা আর লেজের উপরের অংশ মেটে ধূসর।গলা,বুক আর লেজের নিচের অংশ বাদামী বর্ণের,চোখে হলুদ বৃত্তের মাঝে কালো ফোঁটা,পা হলুদ,লেজ খানিকটা লম্বা। মেয়ে পাখি আর ছেলে পাখি দেখতে প্রায় একই রকম।
ভারতীয় উপমহাদেশের এই পাখির নিবাস। পোকা-মাকড়ই এদের প্রধান খাদ্য। এরা পি পিইই হা বা পিউউ কাহা স্বরে ডাকে।

এর ইংরেজী নাম Common Hawk Cuckooবৈজ্ঞানিক নাম Cuculus varius

0 comments:

Post a Comment