17.12.09

বুনো হাঁস

বুনো হাঁস যাকে ইংরেজীতে বলে Wigeon । এদের genus Anas। এরা ৩ প্রজাতির হয়ে থাকে।
১. Eurasian Wigeon (Anas penelope): এরা আকারে 42–50 cm (20 inches) আর পাখাসহ বিস্তৃতি 71–80 cm (32 inch), ওজন 1.5 pounds। পুরুষ ও স্ত্রী হাঁস দেখতে আলাদা।


সামনেরটা স্ত্রী আর পেছনেরটা পুরুষ
.American Wigeon (A. americana): এদেরকে Canada, Alaska, Interior West, Idaho, Colorado, Dakotas, Minnesota, eastern Washington, Oregon, western Europe এ দেখা যায়। এরা আকারে 45–56 cm (18-23 inches) আর ওজন 1.6 pounds ।

সামনেরটা পুরুষ আর পেছনেরটা স্ত্রী
৩.Chilöe Wigeon (A. sibilatrix): পুরুষ ও স্ত্রী হাসগুলো দেখতে প্রায় একই রকম তবে পুরুষগুলো সামান্য উজ্জল। এদের South America, The Falkland Islands, Argentina, Uruguay, Chile ও southeastern Brazil এ দেখা যায়

সামনেরটা পুরুষ আর পেছনেরটা স্ত্রী

0 comments:

Post a Comment