15.12.09

কুকো

কুকো পল্লী গায়ে দেখা যায়। লম্বা লেজওয়ালা বড় পাখি সাধারণত বাশ ঝাড় ও জঙ্গলে দেখা যায়। এদের ডানা খয়েরী, শরীরের অন্য জাযগার পালকের রং কালো। এরা ঘন নিবিড় জঙ্গলে বাসা বাধে, বাসার উপরে ছাদ থাকে, দূর থেকে দেখলে মনে হয় একটা লতা পাতার পিন্ড। এরা উ: উ: উ: স্বরে গম্ভীরভাবে ডাকে।


এর গড় দৈর্ঘ্য ৪৮ সে.মি. কুকোর ইংরেজী নাম Greater Coucal  ও বৈজ্ঞানিক নাম Centropus sinensis।

0 comments:

Post a Comment