19.12.09

কালিম

কালেম বা কায়েন যার ইংরেজী নাম Purple Moorhen আর দ্বীপদ নাম Gallinula Chloropus
জলচর পাখিদের মধ্যে এটি দেখতে খুবই সুন্দর। বসবাসের জন্য কালেম পাখি নিবিড় জঙ্গল পছন্দ করে। দিনের বেলা এগুলো জলাভূমির ভাসমান লতাপাতা ও কীটপতঙ্গ খায়। জলাভূমির পাশে হিজল, করচ ও বরুণের ঝোপঝাড়ে এ পাখি রাত কাটায়।’ এগুলোর ঠোঁট লাল ও গায়ের রং অনেকটা বেগুনি। স্থানীয়রা এগুলোকে 'সুন্দরী পাখি' নামেই চেনেন। হাকালুকি হাওরের মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হিংগাইজোড়, জলা, হাওয়াবন্যা ও জুড়ী উপজেলার চাতলা, পিঙলা এবং কুলাউড়ার ভাটেরার ফুট বিল কালেম পাখির আবাসস্থল। ২০০৭ সালে জলচর পাখির শুমারিকালে হাওরের বিভিন্ন এলাকায় মাত্র চারটি কালেম পাখির দেখা মেলে। ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি দেশের বিশিষ্ট পাখি বিশেষজ্ঞ ইনাম আল হকের নেতৃত্বে হাকালুকি হাওরে এক দিনের জলচর পাখি শুমারিতে প্রায় ৮৫ হাজার পাখির সন্ধান মেলে। এগুলোর মধ্যে ২০০টির মতো কালেম পাখির দেখা পাওয়া যায়।

0 comments:

Post a Comment