15.12.09

বাজ পাখি

বাজ পাখি এক ধরনের শিকারী পাখি। এরা ঘন্টায় ২০০ মাইল (৩২২কিমি/ঘন্টা) বেগে উড়তে পারে। পুরুষ বাজ পাখি লম্বায় ৭০-৮০ সে.মি. হয়, ওজন ১.৮ - ৩ কে.জি আর মেয়ে গুলি ৮০-৯০ সে.মি. যার ওজন ২.৫-৪.৫ কে.জি পর্যন্ত। এটা Bangladesh ছাড়াও India, Sri Lanka, Burma, Thailand, Malaysia Indonesia, Indochina, the Philippines, southern China, Hong Kong, New Guinea, Bismarck Archipelago এবং Australia তে দেখা যায়।


ইংরেজীতে Falcon বা Falco নামে পরিচিত।

বৈজ্ঞানিক শ্রেণীবিভাগ নিম্নরূপ:
Kingdom: Animalia
Phylum: Chordata
Class: Aves
Order: Falconiformes
Family: Falconidae
Subfamily: Falconinae
Genus: Falco

0 comments:

Post a Comment