14.12.09
বনসুন্দরী
বনসুন্দরী আকারে প্রায় ১৯ সে.মি।ঠোঁট,চোখ কালো,কানের দু’পাশ থেকে ঘাড় বরাবর কালো কাজল টানা। মাথা-বুক-পেট হলুদ,পিঠ ও ডানা সবুজ।ডানায় খানিকটা আকাশী নীলের ছোঁয়া আছে।লেজ নেই বললেই চলে। এদের প্রজনন সময়- বর্ষাকাল।এর ইংরেজী নাম Indian Pitta ও বৈজ্ঞানিক নাম Pitta brachyura.
0 comments:
Post a Comment